ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৫ | ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ফার্নিচার শিল্প উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা
২১ জানুয়ারি, ২০২৫ | ১২:৫৫ পিএম
![ফার্নিচার শিল্প উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/21/20250121125529_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের ফার্নিচার শিল্পে গত অর্থবছরে মাত্র ৭০ মিলিয়ন মার্কিন ডলার রফতানি হয়েছে, যা অত্যন্ত নগণ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন। তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্য অর্জন করতে হলে শুধু সরকারের ওপর দায় চাপালে হবে না, বরং বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। সবাই একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার পূর্বাঞ্চলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ ফার্নিচার শিল্প: রফতানি সম্ভাব্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিএফইএ) উপস্থিত ছিল।
সেখ বশির উদ্দীন বলেন, "একসময় ফরাশগঞ্জভিত্তিক ফার্নিচার শিল্প তারপর মিরপুর, বাড্ডা হয়ে এখন ঢাকার বাইরের বৃহৎ আকারে শিল্প গড়ে উঠেছে। আমাদের অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৩০ হাজার কোটি টাকা এবং প্রায় ৩০ লাখ মানুষ এ খাতে কর্মরত। তবে, যখন আমরা বৈদেশিক বাজারে নিজেদের উপস্থিতি তৈরি করতে যাচ্ছি, তখন আমাদের সামনে ভিয়েতনাম অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠছে।"
ভিয়েতনামের সফলতার মূল কারণ হিসেবে তিনি ম্যানুফ্যাকচারিং মাইগ্রেশন এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধার উল্লেখ করেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি না হলে ব্যবসায় টিকে থাকা কঠিন। এজন্য কালেক্টিভ কো-অপারেশন প্রয়োজন।”
প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী বলেন, “ফার্নিচার শিল্প এমন একটি খাত, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কিন্তু যদি আমরা ন্যায্যমূল্যে ইনপুট না পাই, তাহলে চীন বা ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব না। সরকারের পলিসিগুলো দ্রুত এবং কার্যকরী হতে হবে। আমাদের সব ইনপুটের জন্য ডিউটি ফ্রি সুবিধা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ফার্নিচার শিল্পের রফতানি ২০৩০ সালের মধ্যে ৫-৭ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য ছাড়িয়ে যাবে, কারণ চীনে ট্রাম্প ট্যাক্সের ফলে আমরা সুযোগ পেতে পারি।”
আহসান খান চৌধুরী বলেন, “ডিজাইনে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে ওয়ালমার্ট ও টার্গেটের মতো বড় রিটেইলারদের কাছে বিক্রি শুরু করব এবং ধীরে ধীরে দামি ফার্নিচার সেক্টরে প্রবেশ করব।"
তিনি ভিয়েতনামের সফলতা উদাহরণ দিয়ে বলেন, “যদি ভিয়েতনাম পারতে পারে, তবে আমরা কেন পারব না? ট্রাম্প সরকারের অধীনে আমরা রফতানি বাড়াতে সক্ষম হব।”
এ সময় সেমিনারে ইপিবির সহ-সভাপতি আনোয়ার হোসেন, বিএফইএ সভাপতি দেওয়ান আতিফ রশিদ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইএ সভাপতি দেওয়ান আতিফ রশিদ।
ফার্নিচার শিল্পের ভবিষ্যত উন্নয়নের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ এবং বেসরকারি খাতের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
- ট্যাগ সমূহঃ
- ফার্নিচার শিল্প
- উন্নয়নে
- একসঙ্গে
- কাজ
- করতে হবে
![ফার্নিচার শিল্প উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)