ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৩৩:২৯ এএম

বাংলাদেশে ভ্যাট আদায়ের হার: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কার্যকর পলিসি গঠনের প্রয়োজনীয়তা: মো: আলীমুজ্জামান

১৪ জানুয়ারি, ২০২৫ | ১২:১২ পিএম

বাংলাদেশে ভ্যাট আদায়ের হার: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কার্যকর পলিসি গঠনের প্রয়োজনীয়তা: মো: আলীমুজ্জামান

ভিয়েতনাম ভ্যাট এর হার ১০% ও ৫%, জিডিপি ৪০০ বিলিয়ন ডলার। ভ্যাট আদায়ের পরিমাণ ছিল ২৭ বিলিয়ন ডলার। যদি সরাসরি মোট জিডিপি এর সাথে শতকরা হার নির্ণয় করা হয় তাহলে আদায়ের হার হবে ৬.৭৫% হারে। ঠিক তেমনি ভাবে আমাদের ভ্যাট হার ১৫% ১০% ৭.৫০%। মোট জিডিপি ৪৬০ বিলিয়ন ডলার ভ্যাট আদায়ের পরিমাণ শতকরা মাত্র ২.১৭%। ভিয়েতনামের ভ্যাট আদায়ের পরিমাণের হার পাঁচ শতাংশের বেশি কিন্তু দশতাংশের জন্য। ধরা যেতে হারে খাদ্য ওষুধ শিল্পে সহ রপ্তানি ভ্যাট মুক্ত থাকায় এটা জল্তিক ভাবে মান যায়।

 

বাংলাদেশে মোট জিডিপি এর সাথে ভ্যাট আদায়ের শিখরা হার হল ২.১৭% যা সর্ব নিন্ম হারের অর্ধের কম যা কেন হল। যদি ধরেও নেই মোট জিডিপি এর অর্ধেক ভ্যাট মুক্ত। তাহলে অর্ধেক জিডিপি এর উপর ভ্যাট আদায়ের শতকরা হার ৪.৩৪% এটাও সর্ব নিন্ম হার থেকে কম। অথচ আমাদের হার ১৫% ১০% ৭.৫০ ও ৫%। যে হারের পণ্য সরবরাহ করা হলে হার হবে ৭.৫০ শতাংশ। কোন ভাবেই সরকার ভ্যাট আদায়ের জন্য ভ্যাট হার বাড়াবেন?

 

কারণ খুঁজবেন সেভাবে ভ্যাট নিয়ে রিসার্স করা হয় না, যারা বিভিন্ন দেশের ভ্যাট সিস্টেমে কত পরিমাণ ভ্যাট হচ্ছে সেটা কোন পদ্ধতি ব্যবহার করে সঠিক ব্যবস্থাপনায় আনা যায়। যদি অর্ধেক জিডিপি এর উপর সর্ব নিন্ম সাড়ে সাত শতাংশ ১৭.২৫ বিলিয়ন ডলার ভ্যাট আদায় না হওয়ার কোন যৌক্তিক কারণ আছে বলে মনে হয় না।

 

তাহলে খুব সহজে বলা যায় এনবিআর এর শর্ত মতে মেলে নেই অর্ধেক পণ্যের অভ্ভহতি দেওয়া বাকি অর্ধেকের উপর সর্বনিন্ম হার ধরলেও ৭.২৫ বিলিয়ন ডলার অধিক আদায় করা সম্ভবত। আমাদের এনবিআর সেগুলো কেন খুঁজে না? পলিসি মেকসরগণ প্রচুর বিদেশ ভ্রমণ করেন কেন এনবিআর এর পলিসি ও রিসার্স উইংস কি কাজ করে? আসলে যে সঠিক ভ্যাট সিস্টেম সেক্টর ওয়াইস ভ্যাট ব্যবসায় সাপ্লাই চেইন সহ গাইড লাইম করলে ১০ ও ৫ শতাংশ হারে ২৩-২৫ বিলিয়ন ডলার খুব সহজে আদায় করা সম্ভবপর হবে বলে ধারণা করা যায়।

 


যদি চ্যালেঞ্জ হিসাবে বিষয়টি নিতে চান তাহলে আমরা প্রমাণ করতে পারি ইনশাআল্লাহ। আমতা বিগত ১৫ বছরে বাবসা ভ্যাট আইন ধান জ্ঞান ও সাধনা হিসাবে নিয়েছি। এটা সূত্রের খেলা। কোন না কোন ভাবে ১২-২৪ বিলিয়ন ডলার আমরা আদায় করেছি না পারছি না আবার করো সহযোগিতা চায় না।

বাংলাদেশে ভ্যাট আদায়ের হার: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কার্যকর পলিসি গঠনের প্রয়োজনীয়তা: মো: আলীমুজ্জামান