ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ডেনমার্ক দিচ্ছে ৫৯ কোটি টাকা
১২ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪০ পিএম
ছবি: সংগ্রহ
বাংলাদেশে সুশাসন, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ডেনমার্ক সরকার তিন কোটি ৫০ লাখ ডেনিশ ক্রোনা (প্রায় ৫৯ কোটি টাকা) অনুদান দিয়েছে। এই অনুদান সংশোধিত চুক্তি ‘এগ্রিমেন্ট টু দ্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্মেন্ট অব দ্য কিংডম অব ডেনমার্ক’ এর আওতায় প্রদান করা হয়েছে।
আাজ বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বর্তমান পটভূমি বিবেচনায় ডেনমার্ক সরকার এই অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। মূলত মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসনকে আরও কার্যকরভাবে সমন্বিত করার জন্য বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচিতে এটি সহায়তা করবে।
ঢাকায় এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাস এবং ইআরডির উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৫২ বছরের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। এই সময়ের মধ্যে ডেনমার্ক সরকার বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুশাসন এবং মানবাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে।
ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও ক্রমশ উন্নত হচ্ছে। এই নতুন অনুদান দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশে সুশাসন ও মানবাধিকারের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডেনমার্কের উদ্যোগমানবাধিকার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন
- ট্যাগ সমূহঃ
- সুশাসন
- প্রতিষ্ঠায়
- ডেনমার্ক