ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ
সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর
১১ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৫ এএম
![সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111113551_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর মন্তব্য করেছেন, "সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে," এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশের রেমিট্যান্স প্রবাহ এখন স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
শনিবার রাজধানীতে 'ব্র্যান্ডিং বাংলাদেশ' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর আরও জানান, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনার জন্য সরকার ২.৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে, যা বছরে সরকারের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।
এছাড়া তিনি প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান। তিনি বলেন, "সৌদি আরবকে টপকে রেমিট্যান্স পাঠানোর কারণে দুবাই শীর্ষে উঠেছে, যা একটি ভালো লক্ষণ নয়। কারণ, সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাই আসে, সেখান থেকে বাংলাদেশে পৌঁছায়।" এর মাধ্যমে কিছু প্রতিষ্ঠান মুদ্রা বিনিময় হার ম্যানিপুলেট করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
গভর্নরের এই মন্তব্যগুলো বাংলাদেশের অর্থনৈতিক খাতে সুশাসনের অগ্রগতি এবং রেমিট্যান্স প্রবাহে সরকারের ভূমিকা নিয়ে আরও আলোচনার সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- সুশাসন
- প্রতিষ্ঠা
- টাকা
- পাচার
- বন্ধ হয়েছে
![সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)