ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় জানালো ভারত
১৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৫ এএম
![বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় জানালো ভারত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/18/20250118094533_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী ও ইতিবাচক দিকে এগিয়ে নিতে চায় ভারত, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। তিনি গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের জনগণের জন্য উপকারী এমন দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।
রণধীর জসওয়াল বলেন, "ঢাকার সাথে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি ইতিবাচক। আমরা চাই, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও সুসংহত হোক।" তিনি আরও বলেন, ভারত সরকার অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই বিষয়ে ভারতের অবস্থান একাধিকবার স্পষ্ট করা হয়েছে।
এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে তলব করার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, "আমরা ইতিবাচক সম্পর্ক চাই এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের জন্য ভালো হতে হবে।"
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মালদা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কিছুদিন আগে উত্তেজনা সৃষ্টি হয়। ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ মাসের শুরুতে ওই এলাকায় বেড়া নির্মাণ শুরু করলে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দেয়। পরে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখে। ভারত দাবি করেছে, চুক্তি অনুযায়ী বেড়া নির্মাণ করা হচ্ছে, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক সরকারের সময়ে করা এ চুক্তি পর্যালোচনা করা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সহযোগিতা অব্যাহত রাখবে এবং সীমান্তের বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে।
- ট্যাগ সমূহঃ
- বাংলাদেশের
- সাথে
- সম্পর্ক
- চায়
- ভারত
![বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় জানালো ভারত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)