ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:১১:০০ পিএম

বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান

২৮ জানুয়ারি, ২০২৫ | ১০:০ এএম

বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান

ছবি: সংগ্রহ

ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী ও চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশটির পানি সম্পদ সঙ্কটের দিকে লক্ষ্য রেখে দুই দেশের কাছে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পদ্মা ও তিস্তা নদীর পানি সংকটের পর, যদি ব্রহ্মপুত্র নদীর পানি কমে যায়, তাহলে বাংলাদেশ তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলতে পারে।

 

 

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) নদী গবেষণা ইনস্টিটিউটের বোর্ড সভায় এ বিষয়ে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, "আমরা চাই, উভয় দেশ নিশ্চিত করবে যে আমাদের দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে।"

 

 

চীনের তিব্বতে একটি বড় পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই প্রকল্পের ফলে বাংলাদেশের মতো নিম্ন নদীভূমি (লোআর রিপারিয়ান) দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তবে, বাংলাদেশ সরকার এ বিষয়ে আরও নিশ্চিত হতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তথ্য-উপাত্ত চাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

 

 

ভারতে অরুণাচল প্রদেশের সিয়ান নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনার ব্যাপারে বাংলাদেশের উদ্বেগ রয়েছে, তবে সেখানে অভ্যন্তরীণ বিরোধের কারণে প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

নদী গবেষণার ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা প্রদান করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীর দূষণ এবং বালু উত্তোলন সম্পর্কে আরও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে কাজ করতে হবে। তিনি জানান, ঢাকার বড় নদীগুলোর দূষণ নিয়ে গবেষণা জিপিএস পয়েন্ট দিয়ে করা হবে, যাতে দাতা সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণের প্রয়োজন না পড়ে।

 

 

এছাড়া, নদী থেকে বালু উত্তোলন এবং নদীর ইকোসিস্টেমের ওপর এর প্রভাব নিয়েও গবেষণা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজে সহিংসতার ঘটনায় সরকারির পক্ষ থেকে কাজ চলছে। সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে সবার মধ্যে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতার পেছনে কোনো উসকানি রয়েছে কিনা তা নিয়ে সরকারি সংস্থা তদন্ত করছে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হুরায়রা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা প্রমুখ।

বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান