ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১১:৪৪ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৯ এএম

অনলাইন সংস্করণ

বাতিল হচ্ছে স্বাস্থ্য খাতের ৩৮ উন্নয়ন কর্মসূচি

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৯ এএম

বাতিল হচ্ছে স্বাস্থ্য খাতের ৩৮ উন্নয়ন কর্মসূচি

ছবি: সংগ্রহ

সরকার স্বাস্থ্য খাতের ৩৮টি বড় উন্নয়ন কর্মসূচি নিয়ে বিকল্প পরিকল্পনা গ্রহণে উদ্যোগী হয়েছে। এক ছাতার নিচে এসব কর্মসূচি কার্যকর করতে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী সপ্তাহে একটি বৈঠক আয়োজন করবে, যেখানে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হবে। পরে চলতি মাসের মধ্যে নতুন কর্মকৌশল প্রণয়ন করা হবে বলে সূত্র জানিয়েছে।

 

 

স্বাস্থ্য খাতে সিংহভাগ কার্যক্রম কৌশলগত পরিকল্পনার (ওপি) মাধ্যমে পরিচালিত হলেও, গত সাত মাস ধরে সেক্টর কর্মসূচি বন্ধ থাকায় পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন অনেক কর্মচারী। ১৯৯৮ সালে শুরু হওয়া সেক্টর কর্মসূচির আওতায় বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগের অধীনে ৩৮টি বড় কর্মসূচি চলছে।

 

 

সূত্র জানায়, গত বছর জুনে শেষ হওয়া 'চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (এইচপিএনএসপি)' পরবর্তী 'পঞ্চম এইচপিএনএসপি' অনুমোদন না পাওয়ায়, স্বাস্থ্যের সব উন্নয়ন ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে ভাটা পড়েছে। তবে সরকার দুই বছরের মধ্যে চলমান কর্মসূচি সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে সমন্বিত ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনা করছে।

 

 

স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে নতুন পরিকল্পনার সফট ও হার্ডকপি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। সেক্টর কর্মসূচির বিকল্প পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে এবং পরিকল্পনা কমিশনের নির্দেশনা অনুযায়ী এক্সিট প্ল্যান অন্তর্ভুক্ত করতে হবে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রশিদ জানান, গত জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরের জন্য ওপি পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল বলেন, নতুন কর্মসূচি গ্রহণের জন্য অন্তত দুই বছর আগে কার্যক্রম শুরু করতে হয়।

 

 

বিশেষজ্ঞরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন যে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সবার সম্মতিতে নতুন কর্মসূচি নির্ধারণ করলে স্বাস্থ্য সেক্টরে বড় ধরনের উন্নয়ন আসবে।

বাতিল হচ্ছে স্বাস্থ্য খাতের ৩৮ উন্নয়ন কর্মসূচি