ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৪৫:৫৬ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৫ এএম

অনলাইন সংস্করণ

বিমান টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে ১০ নির্দেশনা

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৫ এএম

বিমান টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে ১০ নির্দেশনা

ছবি: সংগ্রহ

অন্তর্বর্তীকালীন সরকার উড়োজাহাজ টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই পরিপত্রটি গত মঙ্গলবার প্রকাশ করেছে। নতুন নির্দেশনায় টিকিট বুকিংয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে, যাতে যাত্রীদের জন্য একটি স্বচ্ছ এবং সুষ্ঠু সিস্টেম নিশ্চিত করা যায়।

 

 

নির্দেশনায় বলা হয়েছে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংয়ের জন্য যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে, উক্ত সময় সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে।

 

 

এছাড়া, গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে যাত্রীর তথ্যসহ বিক্রি করতে হবে। অন্যথায়, পরবর্তী তিন দিনের মধ্যে টিকিট বাতিল করতে হবে।

 

 

এনিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আরও জানিয়েছে, গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সাথে সাথে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে।

 

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, সকল ধরনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে এবং বিক্রিত টিকিটের মূল্য অনলাইনেও প্রকাশিত হবে। টিকিটের গায়েও মূল্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যাতে যাত্রীদের কোনও ধরনের বিভ্রান্তি না হয়।

 

 

এছাড়া, আরো দশটি নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যা টিকিট বিক্রির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিয়ন্ত্রণযোগ্য করতে সহায়তা করবে।

বিমান টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে ১০ নির্দেশনা