ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
অনলাইন সংস্করণ
বিমানের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৫ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
![বিমানের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/05/20250105105628_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।আজ শনিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চেীধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, পরিচালকরা, বিমানকেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-এসোসিয়েশনের নেতারাসহ বিমানের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানো হয় এবং বিমানের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া এদিন বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
- ট্যাগ সমূহঃ
- বিমানের
- প্রতিষ্ঠাবার্ষিকী
![বিমানের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)