ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৫ | ৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬ হাজার মেট্রিক টন
১৪ জানুয়ারি, ২০২৫ | ৩:৪৫ পিএম
![বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬ হাজার মেট্রিক টন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/14/20250114154444_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বেনাপোল বন্দর দিয়ে গত বছর ভারত থেকে ২০ লাখ ৩৮ হাজার ৭৮০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। তবে ২০২৩ সালের তুলনায় ৭৫ হাজার ৭৪৬ মেট্রিক টন কম আমদানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক মন্দা, বাণিজ্যে প্রতিবন্ধকতা এবং ডলারের দাম বৃদ্ধির কারণে এই হ্রাস ঘটেছে।
বেনাপোল পেট্রাপোল বন্দরটি দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর। তবে ২০১৯ সাল থেকে করোনাভাইরাসের প্রভাব, বৈশ্বিক মন্দা ও ডলারের দামে ঊর্ধ্বগতি বাণিজ্যে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে বন্দরের পণ্য ছাড়করণ প্রক্রিয়া ও অবকাঠামোগত সমস্যাও বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাণিজ্য সম্প্রসারণের জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। গত দুই মাসে বেনাপোল বন্দরের শূন্যরেখায় চালু করা হয়েছে বন্দর কার্গোভেহিকেল টার্মিনাল এবং বন্দরে বসানো হয়েছে আধুনিক স্ক্যানিং মেশিন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর উদ্যোগে গঠিত কমিটি বাণিজ্য দ্রুত সঞ্চালনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বাণিজ্যে গতি ফিরেছে এবং সহজীকরণ ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে, যা ভবিষ্যতে আমদানি-রফতানি বাড়াতে সাহায্য করবে।
বেনাপোল বন্দরে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ, কেমিকেলসহ বিভিন্ন পণ্য। অন্যদিকে, রফতানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো পাট, পাটের তৈরি পণ্য, তৈরি পোশাক, কেমিকেল, বসুন্ধরা টিস্যু, মেলামাইন এবং মাছ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মফিজুর রহমান স্বজন জানান, গত বছরে ভারত থেকে ৫০ হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে এবং ৮ হাজার কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার সহজতা কারণে অধিকাংশ আমদানিকারক বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহী। তবে দ্রুত পণ্য খালাসে নানা প্রতিবন্ধকতা রয়েছে, যার ফলে বাণিজ্য সহজীকরণ হলে আমদানি ও রাজস্ব বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, ইতোমধ্যেবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, যা বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এভাবে বেনাপোল বন্দর ভারতের সাথে বাণিজ্য বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখবে, এবং ভবিষ্যতে আরও সফলতার পথে এগিয়ে যাবে।
![বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬ হাজার মেট্রিক টন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)