ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:১২:২০ পিএম

ভারত থেকে আমদানি চালের প্রথম চালান দেশে আসবে বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:১৩ পিএম

ভারত থেকে আমদানি চালের প্রথম চালান দেশে আসবে বৃহস্পতিবার

ছবি: সংগ্রহ

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে পৌঁছাবে। খাদ্য মন্ত্রণালয় বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 


খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চালবোঝাই জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালান।

 

এই চালানটি ১১ নভেম্বর তারিখে স্বাক্ষরিত ৩৮১ নম্বর চুক্তির আওতায় আনা হয়েছে। ভারত থেকে আমদানির প্রক্রিয়া শুরু হওয়ার পর এটিই প্রথম চালান।

 


বন্দর পৌঁছানোর পর জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কার্যক্রম শুরু করা হবে। খাদ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

 


এই চালানটি দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করতে এবং চালের বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল খালাসের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।

 

 

খাদ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগ দেশের খাদ্য সরবরাহে নিরবচ্ছিন্নতা বজায় রাখার পাশাপাশি, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যকে সামনে রেখে বাস্তবায়িত হচ্ছে।

ভারত থেকে আমদানি চালের প্রথম চালান দেশে আসবে বৃহস্পতিবার