ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:১০:১১ পিএম

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

৮ জানুয়ারি, ২০২৫ | ১২:৪৬ পিএম

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

 

 

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রতি কেজি চালের ক্রয়মূল্য হবে ৫৫ টাকা ৬ পয়সা, যার মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

 

 

প্রকল্পটির আওতায়, বাংলাদেশ সরকার ভারত থেকে এই চাল আমদানি করবে, যার মধ্যে রয়েছে একাধিক দরপত্র প্রক্রিয়া। গত বছর (২০২৩) ৪ ও ১৮ ডিসেম্বর, সরকার ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছিল। এসব চালের ক্রয়মূল্য ছিল যথাক্রমে ৫৬ টাকা ১২ পয়সা ও ৫৪ টাকা ৮০ পয়সা।

 

 

এখন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন করে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ ৫ এর আওতায় বাস্তবায়িত হবে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লি. সর্বনিম্ন দর প্রস্তাবকারী হিসেবে নির্বাচিত হয়েছে। ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ২৯ লাখ ৪২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

 

 

এছাড়া, ইতোমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং জিটুজি পদ্ধতিতে ১ লাখ টন আতপ চাল আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে।

 

 

সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি এবং সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার জন্য চালের এই আমদানি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার