ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৪৯:২৮ পিএম

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল

২১ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৩ এএম

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল

ছবি: সংগ্রহ

বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৫,৭৫০ টন চাল মংলা বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ চাল আমদানি করা হয়েছে, যার অংশ হিসেবে মোট ৫০ হাজার টন সেদ্ধ চাল দেশে আসবে।

 

 

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম গতকাল  সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, "এমভি ফু থানহ ৩৬" নামে একটি জাহাজে করে এই চাল বাংলাদেশে এসেছে। জাহাজটি বর্তমানে মংলা বন্দরে অবস্থান করছে।"

 

 

তিনি আরও জানান, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই চাল খালাস প্রক্রিয়া শুরু হবে। খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

এই চাল আমদানির ফলে দেশের খাদ্য সুরক্ষায় আরও সহায়তা মিলবে, বিশেষত বর্তমান সময়ে খাদ্য সংকট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল