ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৪২:০১ এএম

ভারত থেকে ট্রেনে এলো ৪৬৮ টন আলু

১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:২২ এএম

ভারত থেকে ট্রেনে এলো ৪৬৮ টন আলু

ছবি: সংগ্রহ

ভারত থেকে আমদানি করা ৪৬৮ টন আলু বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে এই চালানটি এনেছে। ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মালদার আতিফ এক্সপোর্ট চালানটি সরবরাহ করেছে। চালানের আমদানি মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।


বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানিয়েছেন, আলুর এই চালান শনিবার (১৪ ডিসেম্বর) আনলোড করা হবে। কাস্টমস কার্যক্রম শেষে বেনাপোল বন্দরের মাধ্যমে অথবা নওয়াপাড়া থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হবে।

 

বেনাপোল বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি জানিয়েছেন, “শনিবার বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হবে। এরপর কাস্টমস এবং রেলস্টেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আলুর চালান ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।”


দেশের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এই আলু আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ঢাকাসহ চট্টগ্রাম ও অন্যান্য বড় শহরে আলুর চাহিদা পূরণে এই চালান তাৎপর্যপূর্ণ হবে।


বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে দ্রুত আমদানি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এই চালান দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত পৌঁছাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

 

 

 

ভারত থেকে ট্রেনে এলো ৪৬৮ টন আলু