ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ
ভুটানের পাথর আমদানি বন্ধ, সংকটে বাংলাবান্ধা স্থলবন্দর
৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৫১ এএম
![ভুটানের পাথর আমদানি বন্ধ, সংকটে বাংলাবান্ধা স্থলবন্দর](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/06/20250106115116_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধায় ভুটানের পাথর আমদানি বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে। ভারতের ফুলবাড়ী লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্দোলনের কারণে ভুটানের পাথর আমদানিতে বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে বন্দরের কার্যক্রমে প্রভাব পড়েছে।
আরও পড়ুন
গত ১৮ নভেম্বর থেকে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। এরপর ভুটানের পাথর আমদানির মাধ্যমে কার্যক্রম সচল থাকলেও গত তিন দিন ধরে সেটিও বন্ধ। এতে বন্দরের কার্যক্রম একপ্রকার থেমে গেছে। গত ডিসেম্বরে ৫,৮০২টি ট্রাক বন্দরে প্রবেশ করেছিল, যার মধ্যে ৯৫ শতাংশ পাথর আমদানি নির্ভর।
ফুলবাড়ী বর্ডারে স্লট বুকিং বা অনলাইন ফি নিবন্ধন চালু করার কারণে ভুটানের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ রেখেছে। ভারতের ট্রাক মালিকদের দাবির কারণে এই সিস্টেম চালু হয়েছে, যা ভুটানের রপ্তানিকারকদের ওপর চাপ সৃষ্টি করেছে।
পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। বন্দরটিতে পাথরের ওপর নির্ভরশীল ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। এ ছাড়া রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে।
বন্দরের ব্যবসায়ীরা আশা করছেন, শীঘ্রই সমস্যার সমাধান হবে। বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে স্লট বুকিং ব্যবস্থা চালু থাকলে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে।
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সংযোগ স্থাপনকারী বাংলাবান্ধা স্থলবন্দর ট্রানজিট সুবিধার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাথরের পাশাপাশি বন্দর দিয়ে সীমিত পরিসরে অন্যান্য পণ্য রপ্তানি অব্যাহত রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধের ফলে শ্রমিক, ব্যবসায়ী এবং রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সমাধানের মাধ্যমে এ সংকট কাটানো জরুরি।
![ভুটানের পাথর আমদানি বন্ধ, সংকটে বাংলাবান্ধা স্থলবন্দর](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)