ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বিশেষ আলোচনা সভা আয়োজন
১২ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪৪ পিএম
![মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বিশেষ আলোচনা সভা আয়োজন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/12/20241212164326_original_webp.webp)
ছবি: সংগ্রহ
মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহের গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং ন্যায্যতার ভিত্তিতে ভ্যাট প্রদানের গুরুত্ব তুলে ধরতে টিআরসি (TRC) বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে ভ্যাট আইন, এর বাস্তবায়ন এবং ভ্যাট কনসালটেন্ট পেশার মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এই অনুষ্ঠানটি আগামী ১৬ ডিসেম্বর, ২০২৪, সকাল ১১:০০টায় টিআরসির অফিস, শাহারা হ্যাভেন (৫ম তলা), প্লট 91, এভিনিউ
বি, সেকশন #12, মিরপুর, ঢাকা-তে অনুষ্ঠিত হবে।1 (কালসি রোড), ব্লক
আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু:
১. ভ্যাট ব্যবস্থার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে তামাদি আইন বাতিলকরণের প্রস্তাব।
২. ফিল্ড লেভেলে ভ্যাট আইন সংক্রান্ত জটিলতাগুলো স্পষ্ট করে তা সহজতর করার পদ্ধতি নির্ধারণ।
৩. ব্যবসায়িক ক্ষেত্রে ভ্যাট কমপ্লায়েন্স বাড়ানো এবং ভ্যাট আদায়ের পরিধি সম্প্রসারণের জন্য সহায়ক পদক্ষেপ গঠন।
৪. ভ্যাট-অন-ভ্যাট পরিহার করার জন্য কার্যকর সুপারিশ প্রদান।
৫. বিভিন্ন সেক্টরের জন্য উপযুক্ত ভ্যাট পলিসি এবং গাইডলাইন তৈরি করার প্রস্তাবনা।
৬. এনবিআর এবং ব্যবসায়ীদের কাছে ভ্যাট কনসালটেন্টদের গুরুত্ব এবং ভূমিকা তুলে ধরা।
৭. ভ্যাট আইন বাস্তবায়নের স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা এবং ন্যায্যতার স্বার্থে সংশ্লিষ্ট সবার ভূমিকা নিশ্চিত করা।
৮. ভ্যাট কনসালটেন্ট এবং শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত মর্যাদা সুরক্ষা ও উন্নয়ন।
সেমিনারে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ভ্যাট অফিসার এবং কনসালটেন্টরা উপস্থিত থাকবেন। মূল আলোচনা উপস্থাপন করবেন টিআরসির লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান, যিনি ভ্যাট আইন ও নীতিমালা বাস্তবায়নের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।
যেভাবে আলোচনা কার্যক্রম পরিচালিত হবে:
• ভ্যাট আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়নের জন্য সুপারিশ।
• পেশাজীবী ভ্যাট কনসালটেন্টদের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
• ভ্যাট আদায় প্রক্রিয়ায় জটিলতা হ্রাস এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সহযোগিতা।
• অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ সংকলন।
এই আলোচনা সভা থেকে প্রাপ্ত মতামত এবং সিদ্ধান্তগুলো ভ্যাট আইন ও নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
টিআরসির লক্ষ্য:
স্বচ্ছ, কার্যকর এবং ন্যায্য ভ্যাট ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়ন নিশ্চিত করা। পাশাপাশি, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ভ্যাট কনসালটেন্টদের পেশাগত সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করা।
এই উদ্যোগ শুধুমাত্র আইন বাস্তবায়নের সীমায় আবদ্ধ নয়, বরং এটি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, সরকারের রাজস্ব বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
- ট্যাগ সমূহঃ
- ভ্যাট
![মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বিশেষ আলোচনা সভা আয়োজন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)