ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০৪:১৭ পিএম

মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা

১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৩ এএম

মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা

ছবি: সংগ্রহ

দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার লক্ষ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৫ সালের মার্চে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাবনার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

 

মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা বলেন, “পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। যত দ্রুত সম্ভব এর ইতিবাচক প্রভাব দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।”

 

তিনি আরও জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) চূড়ান্ত অনুমোদন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনে যাবে।


প্রকল্পের মেয়াদ ও ব্যয়ের কিছুটা বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি স্বাভাবিক। বড় প্রকল্পের ক্ষেত্রে এমন চ্যালেঞ্জ থাকেই। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


পূর্ববর্তী সরকারগুলোর আমলে প্রাতিষ্ঠানিক কাঠামোর ক্ষতির প্রসঙ্গ তুলে সালেহউদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।


এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন অর্থ উপদেষ্টা। সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোর্তজা আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের বিদ্যুৎ খাতকে আরও সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়েছে, যা দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা