ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
রাজস্ব হারাচ্ছে সরকার, লোকসানে এয়ারলাইনস
৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:০ পিএম
![রাজস্ব হারাচ্ছে সরকার, লোকসানে এয়ারলাইনস](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/03/20240903154444_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন স্থানে প্রতিদিন ৪০টির বেশি ফ্লাইট পরিচালনা করা হতো। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৭ আগস্ট থেকে দেশে থাকা সব দূতাবাস তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। একই কারণে বাংলাদেশিদের ভারতে ভিসা দেওয়াও বন্ধ রয়েছে।
ভিসা দেওয়া বন্ধ থাকায় দেশি-বিদেশি এয়ারলাইনসগুলো ভারতে ফ্লাইট সংখ্যা কমাতে বাধ্য হয়েছে, যা অর্ধেকের নিচে নেমে এসেছে। এতে লোকসানে পড়েছে এয়ারলাইনসগুলো। আর রাজস্ব হারাচ্ছে সরকার। এ ছাড়া ভারতে থাকা ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসে ভিসার জন্য যেতে না পেরে বিপাকে পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ও শ্রমিকরা। তবে ভারতীয় ভিসা সেন্টার জানিয়েছে, সোমবার থেকে সীমিত পরিসরে শুধু মেডিকেল ও শিক্ষার্থী ভিসা দেওয়া হচ্ছে।
বিভিন্ন এয়ারলাইনস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫ আগস্টের আগে কলকাতায় প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করত, এখন করছে একটি। দিল্লি ও চেন্নাইয়ে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হতো। এখন করছে সপ্তাহে তিনটি। ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে কলকাতায় সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করত। এখন পরিচালিত হয় ছয়টি। চট্টগ্রাম থেকে কলকাতা সপ্তাহে পরিচালিত সাতটি ফ্লাইটের সবকটি এখন বন্ধ। ঢাকা থেকে চেন্নাই রুটে সপ্তাহে ১১টি ফ্লাইট পরিচালিত হতো। এখন পরিচালিত হয় ছয়টি। এ ছাড়া ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইনসও ফ্লাইট পরিচালনা করত। সেগুলোও এখন ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে।
ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় যাত্রী সংকটে ফ্লাইট কমানো হয়েছে স্বীকার করে তারা জানিয়েছে, এতে তাদের রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে।
এদিকে বর্তমানে পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং অস্ট্রিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে নেই। এসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বহু বাংলাদেশি শিক্ষার্থী প্রতি বছর পড়াশোনার জন্য যান। এখন এসব দেশের বিশ্ববিদ্যালয়ের অফার লেটার রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের হাতে। এ ছাড়া যারা এসব দেশে শ্রমিক হিসেবে যেতে চান তাদেরও ভারতে গিয়ে ভিসার জন্য সাক্ষাৎকার দিতে হয়। দেশে দূতাবাস না থাকায় দেশের ভিসা প্রাপ্তি এবং অন্যান্য সেবা গ্রহণ করতে হয় ভারতে গিয়ে। কিন্তু ভারতের ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হচ্ছে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের। এখন পর্যন্ত প্রায় ২ হাজার বাংলাদেশি এ সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের অফার লেটার এবং ওয়ার্ক পারমিট পাচ্ছেন না প্রার্থীরা।
আজ (৩ সেপ্টেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) এক বার্তায় জানিয়েছে, জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য তারা সীমিত পরিসরে আবেদন গ্রহণ করছে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ভারত ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় যাত্রী কমেছে। এ জন্য ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, আগে যাদের ভিসা রয়েছে তারা যাচ্ছেন, নতুন কেউ যেতে পারছেন না। বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ২৮টি ফ্লাইট পরিচালনা করা হতো। বিদেশি এয়ারলাইনস মিলিয়ে এই সংখ্যা ৪০-এর বেশি হবে। সবাই ফ্লাইট কমিয়ে দিয়েছে। এ রুটে যারা ফ্লাইট চালাচ্ছে তাদের সবার লোকসান হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- এয়ারলাইনস
![রাজস্ব হারাচ্ছে সরকার, লোকসানে এয়ারলাইনস](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)