ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৪ | ৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ
স্বর্ণের দামে ফের হ্রাস, দেশের বাজারে তিন দিনের ব্যবধানে কমল মূল্য
১৩ নভেম্বর, ২০২৪ | ৯:৪৬ এএম
ছবি: সংগ্রহীত
দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকায় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা বুধবার থেকে কার্যকর হবে।
এর আগে গত ৮ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়, এবং ৫ নভেম্বর একই মানের স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা। ফলে, নভেম্বর মাসে তিনবার দাম কমিয়ে মোট ৭ হাজার ৩৩৭ টাকার হ্রাস ঘটানো হয়েছে।
এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ৬৫ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯১ হাজার ৪১১ টাকায় নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রূপার দামও হ্রাস পেয়েছে। ২২ ক্যারেটের রূপার দাম ১১৭ টাকা কমিয়ে ভরিপ্রতি ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ১২৮ টাকা কমিয়ে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ৯৩ টাকা কমিয়ে ২ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৭০ টাকা কমিয়ে ১ হাজার ৬১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত মাসে অক্টোবরের শেষ দিকে টানা তিনবার স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছিল এবং সর্বোচ্চ ১ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকায় দাঁড়িয়েছিল। এরপর নভেম্বর মাসে তিন দফায় দাম কমানো হলো, যা দেশের স্বর্ণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর।