ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৯:১৩ পিএম

১১ মাস পর উৎপাদনে আশুগঞ্জ সার কারখানা

২৫ জানুয়ারি, ২০২৫ | ৫:১৩ পিএম

১১ মাস পর উৎপাদনে আশুগঞ্জ সার কারখানা

ছবি: সংগ্রহ

দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়, জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

 

 

গ্যাস সংকটের কারণে উৎপাদন কাজটি ঢিমেতালে চলছে। কারখানা সূত্রে জানা গেছে, ইউরিয়া সার উৎপাদনের জন্য ৪০-৪২ বার গ্যাসের চাপ প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার, ফলে উৎপাদন ক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তবে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদনও পুরোদমে চলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়ে থাকে। তবে, গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়, এবং অবশেষে বৃহস্পতিবার রাতে উৎপাদন পুনরায় শুরু হলো।

 

 

ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ জানিয়েছেন, “গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর উৎপাদন প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হয়। তবে, গ্যাস সংকট পুরোপুরি সমাধান হলে উৎপাদনে দ্রুত গতি আসবে।”

 

 

এই খবরে আশাবাদী স্থানীয় কৃষকরা, যারা দীর্ঘ সময় ধরে সার সংকটে ভুগছিলেন। আশা করা হচ্ছে, সার উৎপাদন চালু হলে কৃষকদের মাঝে সার সরবরাহের পরিস্থিতি উন্নত হবে।

১১ মাস পর উৎপাদনে আশুগঞ্জ সার কারখানা