ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৫:২০ পিএম

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৫ লাখ ছাড়াল

২৬ নভেম্বর, ২০২৪ | ১:৪১ পিএম

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৫ লাখ ছাড়াল

ছবি: সংগ্রহীত

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ১২ লাখ ৫০ হাজার করদাতা রেজিস্ট্রেশন করেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন।

 

 

তিনি জানান, গত অর্থবছরের এই সময়ে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২ লাখ ১৭ হাজার ৪৭১টি। চলতি বছরে তা বেড়ে হয়েছে ৫ লাখ। প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২৯ শতাংশে। এনবিআর অনলাইনে রিটার্ন দাখিলকারী করদাতাদের ধন্যবাদ জানিয়েছে।

 

 

ইতোমধ্যে এনবিআর বিভিন্ন তফশিলি ব্যাংক, মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, আয়কর আইনজীবী এবং করদাতাসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে রিটার্ন দাখিল প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

 

 


ই-রিটার্ন সিস্টেমকে আরও করদাতাবান্ধব করতে এনবিআর রেজিস্ট্রেশন পদ্ধতি উন্নত করেছে। করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে দ্রুত রিটার্ন দাখিল, রিটার্নের কপি, আয়কর সনদ এবং টিআইএন সনদ ডাউনলোড করতে পারছেন। ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধও এখন সহজ হয়েছে।

 

 

এনবিআর জানায়, পূর্ববর্তী বছরের রিটার্ন ডাউনলোড এবং প্রিন্ট করার সুবিধাও রয়েছে। করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলের পাশাপাশি সহজেই তাঁদের কর সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।

 

 


নভেম্বর মাসজুড়ে আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সব ধরনের সেবা দিতে শুরু হয়েছে "কর তথ্যসেবা মাস"। ঢাকা, চট্টগ্রামসহ দেশের ৪১টি কর অঞ্চলের ৮৬৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে করদাতারা সেবা পাচ্ছেন।

 

 

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিলের এই প্রবৃদ্ধি এনবিআরের ই-রিটার্ন সিস্টেমের প্রতি করদাতাদের আস্থা এবং এর সহজলভ্যতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৫ লাখ ছাড়াল