ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৭:৩০:২২ পিএম

৩ দিনের ডিসি সম্মেলন শুরু আজ

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৫ এএম

৩ দিনের ডিসি সম্মেলন শুরু আজ

ছবি: সংগ্রহ

আজ রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তবে পূর্বের রেওয়াজ অনুসারে, এবারের সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জেলা প্রশাসকদের কোনো সাক্ষাৎ হবে না। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, সময়ের অসামঞ্জস্যতার কারণে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে না।

 

 

গত শনিবার সচিবালয়ে ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "সময়ের কারণে এ বছর রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না।" তিনি আরও জানান, এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হবে জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার বিষয়টি।

 

 

আজ সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করবেন, যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্মেলনে জেলা প্রশাসকরা বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক বিষয়ে তাদের অভিমত উপস্থাপন করবেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

 

ঢাকা শহরের ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের সম্মেলনের মূল ভেন্যু হবে, যেখানে চারটি বিশেষ এবং ৩০টি কর্মঅধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা।

 

 

এছাড়া, এবারের সম্মেলনের আলোচ্য বিষয়গুলোতে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার কার্যক্রমের শক্তিশালীকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়ন সহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়।

 

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছরের ডিসি সম্মেলনের ৪৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এবারের সম্মেলনে ১ হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।

 

 

এবারের সম্মেলনটি দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

৩ দিনের ডিসি সম্মেলন শুরু আজ