ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৫ | ৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ
‘টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো’
২৭ জানুয়ারি, ২০২৫ | ৩:১৮ পিএম
![‘টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো’](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/27/20250127151836_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের বিভিন্ন খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না।
সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু এড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, শুধু ভ্যাটেই যাতে সীমাবদ্ধ থাকে আমরা সেই কাজই করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমেছে। একটু ধৈর্য্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারি করবো না, জনগণের জন্য কাজ করছি।’
‘গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাবো’ জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ রিফর্মগুলো আমরা করবো। আমার মনে আছে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম। ঘুষ যাতে দিতে না দিতে হয়, সে জন্য আমরা রিফর্ম করে যাবো। ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করবো। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে, তবে আমরা কিন্তু রিফর্ম করবো।
- ট্যাগ সমূহঃ
- ভ্যাট
![‘টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো’](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)