ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪৩:৫৩ পিএম

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন

২০ জানুয়ারি, ২০২৫ | ২:৪৪ পিএম

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন

ছবি: সংগ্রহ

চীন ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপন করতে আগ্রহী।  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের সাথে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুনমিংয়ে কমপক্ষে তিন থেকে চারটি শীর্ষস্থানীয় হাসপাতাল মনোনীত করার জন্য চীনের কাছে অনুরোধ জানিয়েছেন।

 

 

এ সময় তৌহিদ হোসেন বলেন, "ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের চীনা হাসপাতাল স্থাপনের জন্য বাংলাদেশ জমি এবং অন্যান্য সুবিধা প্রদান করতে প্রস্তুত।" চীনের রাষ্ট্রদূত এই প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে বলেন, "চীন বাংলাদেশের জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"

 

 

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন, বাংলাদেশের সঙ্গে পানিপ্রবাহসংক্রান্ত তথ্য বিনিময়ের জন্য একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে। চীনের রাষ্ট্রদূত জানিয়েছে, তারা এ বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

 

 

রোহিঙ্গা সংকটের বিষয়ে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের রাষ্ট্রদূতকে জানিয়ে দেন, বাংলাদেশ রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন করতে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানাচ্ছে। চীনের রাষ্ট্রদূত এই বিষয়ে চীনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি চীনের পূর্ণ সমর্থন জানান।

 

 

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনে বাংলাদেশি পণ্যের জন্য ১০০% শুল্কমুক্ত এবং কোটা মুক্ত বাজার প্রবেশাধিকার নিয়ে প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এলডিসি (স্বল্প উন্নত দেশ) উত্তরণের পর এই সুবিধা আগামী তিন বছর ধরে অব্যাহত থাকবে।

 

 

উল্লেখযোগ্য যে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগামীকাল সোমবার পাঁচ দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন, যা তাঁর প্রথম চীন সফর হিসেবে পরিগণিত হবে।

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন