ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪১:৩৯ এএম

যমুনা রেলসেতুতে চললো যাত্রীবাহী ট্রেন

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:১৪ পিএম

যমুনা রেলসেতুতে চললো যাত্রীবাহী ট্রেন

ছবি: সংগ্রহ

দীর্ঘ প্রতীক্ষার পর, ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৭টায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় এই সেতু পাড়ি দেয়। পরবর্তীতে সিডিউল অনুযায়ী অন্যান্য ট্রেনগুলোও চলাচল করবে।



যমুনা রেল সেতুর নির্মাণ কাজ ২০২০ সালের ২৯ নভেম্বর শুরু হয়, এবং ২০২৫ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেতুর নির্মাণ ব্যয় ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকা, যার মধ্যে ২৭.৬০% অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং ৭২.৪০% ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

 

 

নতুন এই সেতুর মাধ্যমে ট্রেনের গতি বৃদ্ধি পাবে এবং যাত্রীদের জন্য আরও সুবিধা নিশ্চিত হবে। এছাড়া, বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে, যা পূর্বে সীমিত গতির কারণে সমস্যার সৃষ্টি করছিল।

যমুনা রেলসেতুতে চললো যাত্রীবাহী ট্রেন