ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৬:৪৬:৪৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৫ | ৫:৫০ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মাইকেল মিলারের

১৪ জানুয়ারি, ২০২৫ | ৫:৫০ পিএম

বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মাইকেল মিলারের

ছবি: সংগ্রহ

বাংলাদেশের গার্মেন্টস ও এপারেলস সেক্টরের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।  নারায়ণগঞ্জে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা পরিদর্শন শেষে বিকেএমইএ’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

 

মাইকেল মিলার ইইউ’র পক্ষ থেকে বাংলাদেশের গার্মেন্টস খাতের বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতার প্রস্তাব দেন। তিনি বলেন, জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স), এলডিসি গ্রাজুয়েশন, ইউটিলিজেন্স ল এবং ফেয়ার প্রাইজসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। এছাড়াও, শ্রমিক আইন নিয়ে তিনি গুরুত্বারোপ করেন।

 

 

এদিকে, বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে জানান, তারা ইইউ রাষ্ট্রদূতকে জানিয়েছেন, বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী অবস্থার জন্য যদি সরকার আবেদন করে বা তা স্থগিত করার সুযোগ থাকে, তবে সেক্ষেত্রে ইইউ'র সহযোগিতা তারা চেয়েছেন। এছাড়া, ডিউডিলিজেন্স ‘ল’ বাস্তবায়নে বাংলাদেশের উদ্যোক্তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলেও উল্লেখ করেন তিনি। হাতেম আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যদি বিশ্বের সেরা মান বজায় রাখতে চায়, তবে এর জন্য প্রয়োজনীয় খরচের বিষয়েও আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে সহযোগিতার আবেদন করা হয়েছে।

 

 

এসময় বিকেএমইএ’র সহ-সভাপতি মো. শামসুজ্জামান, অমল পোদ্দার, মোর্শেদ সারওয়ার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

এর আগে, মাইকেল মিলার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত এপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড কারখানা পরিদর্শন করেন। পরে, বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি সদর উপজেলার ফতুল্লা অ্যাপারেলস লিমিটেড কারখানাও পরিদর্শন করেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মাইকেল মিলারের